ছাদে রডের পরিমাণ নির্ণয়ের শর্টকাট পদ্ধতি


    ছাদে রডের পরিমাণ নির্ণয় -(শর্ট কাট পদ্ধতি ) খুবই সাধারন ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার ,আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ? . তাহলে আপনাকে প্রায়শ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়,যেমন ধরুন……. কেউ হঠাৎ জিগেস করলো- আচ্ছা ভাই আমার বিল্ডিং টা এত স্কয়ার ফুট এর , তো কি পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই এ ? . তৎক্ষণাৎ আপনি ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না , বরং আপনাকে তখনি উত্তর দিতে হবে। তাহলে কি করবেন তখন ? . তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি পদ্ধতি যার মাধ্যমে সহজেই ছাদের স্টিলের পরিমান বলে দিতে পারবেন এক মিনিটে । ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule) ——————————————————–

    মনেকরি, ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট পুরত্ব =৫ ইঞ্চি ধরা যায়, ছাদে মোট কংক্রিটের ১% – ২% রড/স্টিল প্রয়জন হয় !! এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ % . সূত্র হচ্ছে, ছাদে স্টিল/রডের পরিমাণ=ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২”=১’)×(১.৫%)×একক ওজন . সুতরাং আমরা পাই, ছাদে স্টিল/রডের পরিমাণ=১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২ =১৩৮৭.৫০ কেজি #নোট এখানে পুরত্ব 5″ তাই 12″ দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে… লোহার একক ওজন 222 kg/cft . সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি.

    বি.দ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা , সুক্ষ ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post