নীতিমালা

     সিভিল বাংলা ব্লগের সকল সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক ইঞ্জিনিয়ার, ছাত্র, ঠিকাদার, মিস্ত্রি, এবং যারা একটি স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য নিম্নে লিখিত নীতিমালা গুলো মেনে চলতে অনুরোধ করা হইলোঃ- 


    ১। আমাদের ব্লগে আপত্তিকর কিছু লেখা যাবে না।

    ২। আমাদের পোস্ট বা কমেন্টে এমন কিছু লিখবেন না, যাতে অন্য কারো আত্মসম্মানে আঘাত হানে।

    ৩। ধর্মীয় বিষয়ে কিছু লেখা বা কমেন্ট করা যাবে না।

    ৪। অশ্লীল কমেন্ট বা পর্ণগ্রাফি বিষয়ে কিছু লিখতে বা লিংক পোষ্ট করতে পারবেন না।

    ৫। রাজনৈতিক বিষয়ে কোন মন্তব্য করা যাবে না।

    ৬। আমাদের ব্লগের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ছাত্র, ঠিকাদার, মিস্ত্রি, দালাল ও অন্য যে কারো সাথে পরিচয় হয়ে কোন টাকা পয়সা বা ভুমি ক্রয় বা বিক্রয় করে প্রতারণার শিকার হলে এর জন্য "সিভিল বাংলা" দায়ি থাকবে না।

    বিঃদ্রঃ
               উপরে উল্লেখিত নীতিমালা গুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় এর কারণে কেউ ক্ষতিগ্রস্থ হলে তার জন্য "সিভিল বাংলা" দায়ি থাকবে না।


    ধন্যবাদ, আমাদের নীতিমালাগুলো মেনে চলার জন্য।