বুধবার দুপুরে মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
নবজাতকদের মা সাহেদা বেগম (৩২) সাতক্ষীরার পাটকেল ঘাটা উপজেলার মিঠাবাড়ি গ্রামের খায়রুল ইসলাম বাবুর স্ত্রী।
খায়রুল সংগ্রাম পরিবহনের একটি বাসে সুপার ভাইজার হিসাবে কর্মরত।
প্রসবের পর স্বজন ও বাস যাত্রীদের সহযোগিতায় সন্তানসহ সাহেদাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানান, মা ও নবজাতকরা সুস্থ আছেন।
সাহেদার ভাই এনামুল হক জানান, সন্তানসম্ভবা সাহেদাকে নিয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন।
“পাটুরিয়া ঘাটের অদূরে নবগ্রাম পৌঁছালে হঠাৎ সাহেদার প্রসব ব্যথা শুরু হলে চলন্ত বাসেই জমজ সন্তানের জন্ম হয়।”