স্বাস্থমন্ত্রীর অনুষ্ঠানে ঢোকায় সার্জেন্টের অস্ত্র জব্দ।

    শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে  সে সময় উপস্থিত ছিলেন চায়না স্থাস্থ্য মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ওয়ান পেই’অ্যান।
    কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় অংশ নেন দুই মন্ত্রী।
    এ সময় সার্জেন্ট রবিউল ইসলাম চয়ন অনুমোদনহীনভাবে অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়।
    ‘জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হলেও সরকারি অস্ত্রটি জব্দ করা হয়েছে।’
    কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের ইসমাইল হোসেন সরকারের ছেলে ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান বিপ্লব সরকারের ছোট ভাই সার্জেন্ট রবিউলকে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কদিন আগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
    পশ্চিমাঞ্চল হাইওয়ে (বগুড়া) পুলিশ সুপার হাওলাদার ইজরাইল হোসেন বলেন, “এ অবস্থায় পুলিশ লাইনে হাজির না হয়ে অনুমোদনহীনভাবে সে ওই অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিল।
    আচরণ নিয়ম বহির্ভূত হওয়ায় কাজিপুর থানা পুলিশ তার অস্ত্র জব্দ করেছে।
    এ ধরনের অপরাধের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post