সিমেন্ট এর মাঠ পরীক্ষা

    Image result for cement field test


     উদ্দেশ্য: ভাল সিমেন্ট সনাক্তকরন।

    মালামাল ও সরঞ্জাম:

    1. সিমেন্ট
    2. হ্যান্ড গ্লাভস
    3. গ্লাস প্লেট
    4. পানি

     

    কাজের ধারা:

     

    1. সিমেন্টের বস্তার মধ্যে হাত প্রবেশ করান কেমন অনুভূত হচ্ছে?
    2. এক মুষ্টি সিমেন্ট পানিতে ছেড়ে দিন এবং ফলাফল লিখুন।
    3. দুই আঙ্গুলের মাঝে সিমেন্ট পেষ্ট নিয়ে ঘষা দিন।
    4. সিমেন্টের রঙ পর্যবেক্ষন করুন এবং ফলাফল লিখুন।
    5. শুকনো সিমেন্ট দুই আঙ্গুলের মাঝে নিয়ে ঘষা দিন এবং ফলাফল লেখুন।
    6. সিমেন্টের গন্ধ অনুভব করুন এবং ফলাফল লিখুন।
    7. একটি গ্লাস প্লেটের ওপর পুরু সিমেন্টের প্রলেপ দিয়ে পানির নীচে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখুন এবং ফলাফল লিখুন।

    সিমেন্ট পরীক্ষার ফলাফলঃ


    ওপরের পর্যবেক্ষনের ফলাফল গুলো নিচের ছকে লিপিবদ্ধ করে ভাল সিমেন্টের গুনাগুনের সাথে মিলিয়ে দেখুন-

    ক্রমিক নংভাল সিমেন্টের বৈশিষ্ট্য
    1ঠান্ডা অনুভূত হবে।
    2ডুবে যাবে।
    3আঠালো মনে হবে।
    4ধূসর মনে হবে।
    5মিহি মনে হবে।
    6মাটির গন্ধবিহীন।
    7না ফেটে জমাট বেধে যাবে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post