ছোট ইট ব্যাবহারের সমস্যা নানাবিধ, তন্মধ্যে উল্লেখযোগ্যঃ
১। গাঁথুনী সমান হয় না, ফলে গাঁথুনীর সময় একপাশ মেলালে আরেক পাশ মিলে না।
২। ইটের আকার ঠিক না থাকায় সব জোড়া মাঝখানে পড়েনা।
৩। গাঁথুনীর শল মিলাতে গিয়ে অতিরিক্ত মসলার
ব্যবহার করতে হয়।
৪। ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে সিমেন্ট বালুতে তার চেয়ে বেশী টাকা ব্যয় হয়।
৫। প্রচুর ইটের অপচয় হয়।
৬। বেছে বেছে ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগে, ফলে মিস্ত্রি খরচ বেড়ে যায় ।
৭। কাজ চলাকালীন সময় ক্রেতা সাইট পরিদর্শনে গেলে বিমুখ হয়ে যায়, ফলে বিক্রির আশংকা কমে যায় ।