একটি প্রজেক্ট এর গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব

     গ্রেড বীমঃ-

    ফুটিং এর পিলার এর উপর ভুমির সমান্তরাল করে যে বীম ঢালাই করা হয় তাকে গ্রেড বীম বলে।
    গ্রেড বীমের উপর সুপার স্ট্রাকচার দেওয়াল নির্মান করা হয়। সাধারন ভাবে বলা যায়, সুপার স্ট্রাকচার দেওয়ালের নিচে যে বীম থাকে সেই বীম-ই গ্রেড বীম।

    চিত্র অনুসারে ,

    একটি রুমের আকার=(২৫X২০) ফুট

    [ এখানে,দৈর্ঘ্য ২৫ ফুট এবং প্রস্থ ২০ ফুট ]

    গ্রেড বীমের সাইজ= (১৮X১৬) ইঞ্ছি

    [প্রস্থ=১৬/১২=১.৩৩ ফুট এবং উচ্চতা=১৮/১২= ১.৫ ফুট ]

    এখানে, রুমের যে দৈর্ঘ্য দেওয়া আছে তা কলামদ্বয়ের মধ্যবর্তী
    দুর

    ত্ব ।


    গ্রেড বীমের দৈর্ঘ্য বের করার নিয়ম:
    -----------------------------------------------------

    ১. দৈর্ঘের দিকে গ্রেড বীম আছে ২টা=২x ২৫ ফুট= ৫০ ফুট

    ২. প্রস্থের দিকে গ্রেড বীম আছে ২টা =২x২০ ফুট = ৪০ফুট

    অতএব,গ্রেডবীমের মোট দৈর্ঘ্য হচ্ছে=৪০+৫০=৯০ফুট

    কাজের পরিমাণ
    -------------------------------

    কাজের পরিমাণ =দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা
    =৯০X ১.৩৩ X ১.৫ ঘনফুট =১৭৫.৫ ঘনফুট

    গ্রেড বীমের আর.সি.সি কাজের পরিমাণ=১৭৫.৫ ঘনফুট = ওয়েট ভলিউম

    সাধারণত, লুজ/ড্রাই ভলিউম = ১.৫ × ওয়েট ভলিউম।
    সুতরাং এখানে
    লুজ/ড্রাই ভলিউম = ১.৫ × ১৭৫.৫ ঘনফুট = ২৬৩.২৫ ঘনফুট

    সুতরাং সিমেন্ট, বালি , ও খোয়ার পরিমান
    --------------------------------------------------------------
    ধরি ,
    সিমেন্ট, বালি , ও খোয়ার অনুপাত =১ঃ১.৫ঃ৩

    সিমেন্ট =২৬৩.২৫ * (১/৫.৫)= ৪৭.৮৬ ঘনফুট =৩৮.২৯= ৩৯ ব্যাগ
    বালু = ২৬৩.২৫ * (১.৫/৫.৫)= ৭১.৭৯ ঘনফুট
    খোয়া =২৬৩.২৫ * (৩/৫.৫)= ১৪৩.৫৮ ঘনফুট =২০১০ টি ইট

    *

    একটি মন্তব্য পোস্ট করুন (0)
    নবীনতর পূর্বতন