রেট্রোফিটিং কি?


    রেট্রোফিটিং বা Retrofitting  হচ্ছে নির্মিত স্ট্রাকচার এর ক্যাপাসিটি বাড়ানো। সাধারনত পুরনো স্ট্রাকচার যা লোড নিতে পারছেনা বা ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ   এরকম বিল্ডিং এ রেট্রোফিটিং করা হয়।

    Option of Retrofittting

    বর্তমানে স্ট্রাকচার এর স্ট্রেন্থ বাড়ানোর জন্যে FRP  ব্যাপক ভাবে ব্যাবহার করা হচ্ছে।
    FRP-Fiber Reinforced Polymer….

    ৩ ধরনের FRP রেট্রোফিটিং প্রচলিত

    1.CFRP- CARBON Fiber Reinforced Polymer
    2.GFRP-GLASS  Fiber Reinforced Polymer
    3.AFRP-ARAMID  Fiber Reinforced Polymer

    এই তিন ধরনের রেট্রোফিটিং এর মধ্যে #CFRP  সবচেয়ে বেশী ব্যাবহত হয়।

    কেন CFRP????
    ১.CFRP ব্যাবহারে কলামের স্ট্রেংথ অনেক গুন বেড়ে যায়। লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়ে।

    ২.CFRP শিয়ার ক্যাপাসিটি বাড়ায়

    ৩.ডাকটিলিটি বাড়ায়

    ৪.কলামের সেকশন বাড়ায়

    ইত্যাদি।।।।।।

    কিভাবে করা হয়???

    ১.পারশিয়াল
    ২.ফুল

    পারশিয়াল CFRP রেট্রোফিটিং

    পারশিয়াল CFRP র‍্যাপিং এর ক্ষেত্রে কলাম কে পারশিয়ালি CFRP দিয়ে মোড়ানো হয়।
    বিভিন্ন ধরনের পারশিয়াল র‍্যাপিং করা হয়।।
    ৫০%
    ৭৫% ইত্যাদি।।।।

    ফুল CFRP রেট্রোফিটিং

    ফুল CFRP রেট্রোফিটিং এর ক্ষেত্রে কলাম কে CFRP দিয়ে পুরোপুরি মোড়ানো হয়।।।
    এক্ষেত্রে কস্টিং বেড়ে যায়।।

    বাংলাদেশে কয়েক জায়গায় JICA এ অধীনে CFRP রেট্রোফিটিং এর কাজ হচ্ছে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post