ভালো বালি চেনার উপায়


    নির্মাণ সামগ্রীর মধ্যে বালি অন্যতম একটি উপাদান। বালি হচ্ছে ফিলার উপাদান অর্থাৎ কংক্রিট এর মাঝে গ্যাপ পুরন করা হচ্ছে বালির কাজ। এছাড়াও বালি দিয়ে গাঁথুনি এবং প্লাস্টার করা হয়। বালির সুক্ষতার উপর এর গুনাগুন ,দাম, এবং কাজের ধরন নির্ভর করে। যেমন সিলেট বালি হচ্ছে সেই বালি যে বালিটি একটু মোটা দানার হয় এবং এটি ঢালাই এ ব্যাবহার করা হয়। তাই বালি কেনার পূর্বে অবশ্যই এটি ভাল মানের কিনা তা দেখে নিতে হবে।

    বালির ফিল্ড টেস্টঃ


    ১। এক দলা বালি হাতের মুঠোয় নিন এবং নেড়েচেড়ে ফেলে দিন, যদি দেখেন আপনার হাতে ময়লা লেগে নাই শুধু সামান্য বালি কনা লেগে আছে তখন বুঝবেন এইগুলো ভাল বালি।


    ২। একটি কাঁচের বোতল এ অর্ধেক পরিমাণ বালি নিন এবং বোতল এর তিন ভাগের এক ভাগ খালি রেখে পানিতে পূর্ণ করুন এবং মুখ বন্ধ করে নাড়ান। যদি বালি গুলো ভাল হয় তবে তা খুব তারাতারি তলানি হিসেবে বসে যাবে আর যদি ময়লা যুক্ত হয় তবে তা ঘোলাটে দেখা যাবে।


    ৩। খালি চোখে দেখে যদি বালিকে কোনাকার ও ধারালো মনে হয় তবে এইগুলো ভাল বালি।

    ৪। বালি লবন মুক্ত থাকবে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post