বালির ফিল্ড টেস্টঃ
১। এক দলা বালি হাতের মুঠোয় নিন এবং নেড়েচেড়ে ফেলে দিন, যদি দেখেন আপনার হাতে ময়লা লেগে নাই শুধু সামান্য বালি কনা লেগে আছে তখন বুঝবেন এইগুলো ভাল বালি।
২। একটি কাঁচের বোতল এ অর্ধেক পরিমাণ বালি নিন এবং বোতল এর তিন ভাগের এক ভাগ খালি রেখে পানিতে পূর্ণ করুন এবং মুখ বন্ধ করে নাড়ান। যদি বালি গুলো ভাল হয় তবে তা খুব তারাতারি তলানি হিসেবে বসে যাবে আর যদি ময়লা যুক্ত হয় তবে তা ঘোলাটে দেখা যাবে।
৩। খালি চোখে দেখে যদি বালিকে কোনাকার ও ধারালো মনে হয় তবে এইগুলো ভাল বালি।
৪। বালি লবন মুক্ত থাকবে।