Shuttering করা ও খোলার নিয়ম


    Shutter করার পদ্ধতিঃ

    সাটারিং বলতে বীম ও স্ল্যাব এর কথা বুঝানো হয়েছে। কারণ Column shutter সাধারণত steel এর হয়ে থাকে। প্রথমে কলাম সাইজ অনুযায়ী 9" উচ্চতায় কিকার কস্টিং করতে হবে, এবং steel Column shutter vertically Check  করতে হবে।

    Slab এবং Beam shutter এর ক্ষেত্রে -

    Shutter পরিষ্কার করতে হবে এবং তেল লাগাতে হবে।
    Drawing অনুযায়ী vertical এবং horizontal level ঠিক করতে হবে।
    Runner size 3" × 2" এবং spacing 2'-0" to 2'-6" হবে।
    Planks বা তক্তার size 5" × 1.5" হবে এবং spacing 5" to 6" হবে।
    চারিদিকে line এবং level একই হবে।
    18-BWG sheet shuttering এ ব্যবহৃত হয়ে থাকে।
    ছাদের নীচের props গুলি অবশ্যই vertical এবং শক্ত হতে হবে।
     ‎Shuttering এর উচ্চতা 12 feet এর উপরে হলে অবশ্যই horizontal ব্রেশিং দিতে  হবে। ‎

    Shutter খোলার নিয়মঃ 

    কলাম/বিটেনিং ওয়াল/ শেয়ার ওয়ালের shuttering ৭২ ঘন্টা পার খুলতে হবে। বিশেষ কোন কারনে ২৪ ঘন্টা পরে খোলা যেতে পারে।
    বীমের পাশ ৭২ ঘন্টা পরে খুলতে হবে এবং Beam bottom ২৮ দিন পরে খুলতে হবে।
    Span ছোট হলে ২১ দিন পড়ের খোলা যেতে পারে। ছাদ খোলা সময় span এবং এর middle থেকে চারিদিকে সমান দুরুত্বে props  গুলি খুলতে হবে। এমনি ভাবে আস্থে আস্থে বীমের পাশের props গুলি খুলতে হবে। Cantilever হলে free অংশ হতে props খুলতে খুলতে বীমের দিকে আসতে হবে। স্ল্যাব খোলার পূবে safty হিসেবে চারিদিকে column এর সাথে horizontally বাশ বাধতে হবে। যেন কোনো অবস্থাতেই কাঠ props বা sheet খুলে building বাহিরে পরতে না পারে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post