- 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।
- চেয়ার এর স্পেসিং (এক চেয়ের থেকে আর এক চেয়ার, উভয়দিকে) সর্বোচ্চ এক মিটার।
- ডাওয়েল বারের সাইজ সর্বনিম্ন 12 মিলি।
- চেয়ারের রড 12 মিলি এর নিচে হবে না।
- লংবার 0.8% এর কম এবং 6% এর বেশি হবে না ক্রস সেকশনের।
- চারকোনা কলামের রড কমপক্ষে 4 টি এবং সার্কুলার কলামে কম্পক্ষে 6 টি থাকতে হবে।
- স্ল্যাবের মেইন রড 8 মিলি এর নিচে হবে না। তবে প্লেইন রড 10 মিলি এর নিচে হবে না। ডিস্ট্রিবিউশন রড 8 মিলি এর নিচে হবে না। রড স্লাবের পুরুত্বের আট ভাগের এক ভাগের চেয়ে বড় হবে না। অর্থাৎ স্ল্যাবের থিকনেস 160 মিলি হলে রডের সাইজ 20 মিলি এর বেশি হতে পারবে না।
- 125 মিলি এর নিচে স্ল্যাব থিকনেস না হওয়াই ভাল।
- কিউবের সাইজ টলারেন্স +2 মিলি। অর্থাৎ কোন দিকেই সাইজ স্ট্যান্ডার্ড থেকে +2 এর বেশি হতে পারবে না।
- 1.5 মিটারের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা যাবে না।
- ইটের পানি শোষণ ক্ষমতা 15% এর বেশি হতে পারবে না।
- PH এর মান 6 এর নিচে হতে পারবে না।
- ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 N/mm2 কম হতে পারবে না।
- প্রতি মেট্রিক টন রডে 8 কেজা গুণা তার প্রয়োজন।
- কংক্রিট ঢালাইয়ের সময় 100 মিটারের জন্য কমপক্ষে এক সেট সিলিন্ডার টেষ্টের জন্য নিতে হবে।
Tags:
ইঞ্জিনিয়ারিং টিপস