ফখরুলের জামিন মিলবে কি না সে সিদ্ধান্ত ১৬ নভেম্বর।

    fokhrul
    সরিষাবাড়ী সংবাদঃ
    বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ বুধবার জামিন প্রশ্নে রুলের শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করে দেয়।
    সোমবার এই শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে তা পিছিয়ে দেওয়া হয়।
    এদিন আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
    রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যার্টনি জেনারেল ফজলুর রহমান খান।
    পরে ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মামলায় মির্জা ফখরুলের জামিন বিষয়ে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত ১১ নভেম্বর আদেশের দিন ধার্য করেছে।”
    পল্টন থানার এই তিন মামলাসহ নাশকতার সাতটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাই কোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।
    রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন ফখরুল।
    এর মধ্যে আত্নসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেওয়া সময় ২ নভেম্বর শেষ হয়। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাই কোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ।
    পরদিন ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা  নাকচ হয় করে এই বিএনপি নেতাকে কারাগারে পাঠান।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post