ইটের কাজের বিস্তারিত

    Brick work এ ব্যবহৃত মালামালের তালিকাঃ

    1. 1st Class Brick / Auto Brick
    2. ‎Medium Sand ( F.M. 1.3 to 1.7 )
    3. ‎Gray Cement
    4. ‎M.S Sheet
    5. ‎Bamboos
    6. ‎Broom Stick
    7. ‎Bamboo Macha
    8. ‎Empty Drum
    9. ‎Water
    10. ‎Jute Rope


    Specification for major constitution materials

    (A) 1st class brick

    1. ‎1st class brick শক্ত, দৃঢ়বদ্ধ গঠন, ফাটলমুক্ত, ঝঝরা বিহীন হওয়া আবশ্যক।
    2. ‎পোড়া ভালো হতে হবে।
    3. ‎সাইজ ঠিক থাকতে হবে। (9 1/2" ×4 1/2" ×2 3/4")
    4. ‎ দুইটি ইটে আঘাত করলে ধাতব শব্দ হবে।
    5. ‎নখ বা ছুরি দ্বারা আচড় দিলে দাগ পরের না
    6. ‎5/6 ফুট উপর হতে ফেললে ভাঙ্গবে না।
    7. ‎নিজের ওজনের 1/5 - 1/6 অংশ পানি শোষন করে।
    8. 1st Class brick এর ওজন 4. 1/4 সের।
    9. ‎এক কথায় ইটের রং ও দেখতে সুন্দর দেখাবে।


    (B) Cement -

    1. The unti weight of cement shall be 1440 kg/m3 ( 89.9lbs / cft )
    2. ‎lnitial setting time shall not be less than 45 minutes whereas final setting time shall not be more than 8 hours.
    3. ‎weight of individual bag should be 50 kg.
    4. ‎All cement bags should be sound and properly sealed.


    (C) Medium Sand / Local and ( F.M- 1:3 to 1.7 )

    1. Sand এর F.M হবে 1.3 to 1.7
    2. ‎Used in plastering and concreting works.
    3. ‎Should be clean an uniform in colour.
    4. ‎Must be free from clay lumps, roots and organic matters.
    5. ‎আকারের দিক থেকে বালি দুই প্রকারঃ
        * মোট বালি, যাহা ঢালাই কাজে ব্যবহৃত হয়।
        * চিকন বালি, যাহা প্লাস্টার কাজে ব্যবহৃত হয়।

    (D) Water -

        খাবার যোগ্য বা তার কাছাকাছি পানি ব্যবহার করতে হবে।

    (E) Bamboos -

    1.   বাঁশগুলি সোজা ও পাকা হতে হবে।
    2. ‎ ইহা লম্বায় ৪০ ফিট এবং ডায়া কমপক্ষে গোড়ার দিকে ৩.৫ ইঞ্চি এবং ৩০ ফিট আগার দিকে ২ ইঞ্চি ডায়া থাকতে হবে।
    3. ‎ ইহা বড়াই বাঁশ নামে পরিচিত ঘন ঘন গিট থাকবে এবং ওয়াল Thickness বেশী থাকবে।
    4. ‎ কোন কোন ক্ষেত্রে গড়াই বাঁশ এর পরিবর্তে তল্লা উড়া বাঁশ ও ব্যবহার করা হয়ে থাকে।

    (F) বাশেঁর মাচা-

    1. ইহা বাজারে কিনতে পাওয়া যায় অথবা নিজেরাও সাইট তৈরি করে নিতে পারে।
    2. ‎ ইহার সাইজ সাধারণত  2ft × 6ft হয়ে থাকে।
    3. ‎ ইহা বাড়াই বাঁশের গুড়া দ্বারা তৈরি করলে বেশি টেকসই হয়।


    3. Mortar ( Sand, Cement  Mixture ) proportionঃ

        ক) ৫ ইঞ্চি ব্রিক ওয়ালের রেসিও = ১:৫ ( অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে 5 ব্যাগ সমপরিমাণ বালু মিশাতে হবে )
        খ) ১০ ইঞ্চি ব্রিক ওয়ালের রেসিও = ১:৬
    ( অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে 6 ব্যাগ সমপরিমাণ বালু মিশাতে হবে )


    Mortar তৈরি করার পদ্ধতিঃ

    Proportion অনুযায়ী ১:৬ sand এবং cement mixing করতে হবে। sand এবং cement শুকনা অবস্থায় এমন ভাবে মিক্সচার যাতে মসলা দেখতে uniform বা ছাই এর মত হয়। তারপর পরিমিত পানি দিয়ে পুনরায় ভালো করে কোদাল দ্বারা কেটে মিক্সিং করতে হবে। মনে রাখতে হবে বানানো মসলা এক ঘণ্টার মধ্যে কাজ করতে হবে। Mortar নিজেদের তত্ত্বাবধানে তৈরি করে নিতে হবে।

    Brick work এ ব্যবহৃত মালামালের তালিকাঃ

    A) জায়গা প্রস্তুতকরণ-
    1. যেখানে বা তালায় ব্রিক ওয়ার্ক করা হবে তা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।
    2. ‎ ড্রয়িং মোতাবেক যে স্থান বরাবর ওয়াল হবে সেই স্থান চিহ্নিত করতে হবে।
    3. ‎ উপরে চিহ্নিত স্থানগুলি চিপং করতে হবে এবং পানি দ্বারা পরিষ্কার করতে হবে।

    B) ব্রিক গাথুাঁর নিয়মঃ
    1. ব্যবহার করার পূর্বে ইট গুলি হাউস এ ১২ ঘন্টা ভিজিয়ে নিতে হবে।
    2. 12 ঘন্টা ইট ভেজানো সম্ভব না হলে ব্যবহারের পূর্বে পাইপের সাহায্যে এটার স্টক ভেজাতে হবে।
    3. ‎ চপিং করার স্থানে পুনরায় পানি দিয়ে তার উপর সিমেন্টের গ্রাউন্ড দিতে হবে।
    4. ‎ এক লেয়ার ইট ড্রয়িং অনুসারে লেইং করে মেজারমেন্ট গুলি চেক করে নিতে হবে এবং ডাইয়াগোনাল চেক করতে হবে।
    5. ‎ প্রয়োজনে একাধিকবার ব্রিক আউট চেক করে নিতে হবে, এমনকি হেড অফিস হতে ইঞ্জিনিয়ার এসে চেক করে নিতে পারেন।
    6. ‎ চেক করার পর পর্যায়ক্রমে ব্রিক ওয়ালের গাঁথুনি করতে হবে।
    7. ‎ একসাথে ইটের গাঁথুনি 5 ইঞ্চি ওয়াল এর জন্য 4 ফুট পর্যন্ত করা যাবে এবং 10 ইঞ্চি ওয়াল এর জন্য 5 ফুট পর্যন্ত করা যাবে। কোন অবস্থায় এর বেশি করা ঠিক নয়।
    8. ‎ মনে রাখতে হবে ব্রিক ওয়াল করার সময় খারাপ ইট দেখা গেলে অবশ্যই বাদ দিয়ে ইটের গাঁথুনি করতে হবে।
    9. ‎ গাথুনির পর কমপক্ষে 7 দিন কিউরিং করতে হবে এবং 24 ঘণ্টা পর থেকেই কিউরিং আরম্ভ করতে হবে। মনে রাখার জন্য গাথুনির উপর তারিখ লিখে রাখতে হবে।
    10. ‎ কমপক্ষে 12 ঘন্টা পর ঐ ব্রিক ওয়ালের উপর পুনরায় ব্রিক ওয়াল করা যেতে পারে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post