কন্সট্রাকশন মালামালের ফিল্ড টেষ্ট

    কনস্ট্রাকশন কাজে যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হবে তাহা কতটুকু ভালো মন্দ তা জেনে ব্যবহার দরকার। সেই জন্য কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত প্রতিটি মালামাল সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ম্যাটারিয়ালস ভাল কি মন্দ তা কিছুটা চোখেই দেখে বোঝা যাবে, আর বাকি অংশটুকু ফিল্ড টেস্ট ও ল্যাবরেটরী টেস্ট বোঝা যাবে।

    ১. রডের ফিল্ড টেষ্টঃ

    • রড এর বেলায় ফিল্ড টেস্ট তেমন কোন ভাল ব্যবস্থা নেই, তবু রডের মাথা চোখা হলে ভালো বলব, আর থ্যাবড়া বা ফাটা হলে খারাপ বলবো।
    • রডের ডায়া একই রকম হতে হবে মাঝে বা অন্য কোন স্থানে চ্যাপ্টা বা ফাটা থাকলে হবে না।
    • হুক বানানোর সময় ভাঙবে না।
    • 60 and 75 grade rod test করার জন্য অবশ্যই BUET পাঠাতে হবে।

    ২. পাথরের ফিল্ড টেষ্টঃ

    • ভালো স্টোন চিপস হলে তার মধ্যে কোনো ময়লা থাকবে না।
    • মরা পাথর থাকবে না।
    • পাথরের সাইজ গুটা গুটা থাকবে।
    • হাতে নিলে ওজন অনুভব হবে।

    ৩. সিমেন্টের ফিল্ড টেষ্টঃ

    • সিমেন্টের ব্যাগের ভিতর ঢুকালে ঠান্ডা অনুভব হবে, এবং পাউডারের মত মিহি দানা থাকবে।
    • একমুঠো সিমেন্ট পরিষ্কার পানির মধ্যে ফেলে দিলে পানিকে ঘোলা না করে তলিয়ে যাবে।
    • লোহার মধ্যে সিমেন্ট লাগিয়ে গ্যাসের চুলায় তাপ দিলে সিমেন্টের কালার চেঞ্জ হবে না।

    ৪. বালির ফিল্ড টেষ্টঃ

    • বালির গুনাগুন ভালো হলে-
    • এক গ্লাস পরিষ্কার পানির মধ্যে বালি দিয়ে কাঠির সাহায্যে উত্তম রূপের ঝাঁকানোর পর বালির উপর কোন হালকা লেয়ার পড়বে না।

    ৫. পানিঃ

    • পানি খেয়ে যদি দেখা যায় কষ্টা অথবা লবণাক্ত মনে হয় তাহলে ব্যবহার না করা ভালো।
    • পরিষ্কার ও খাওয়ার উপযুক্ত পানি দ্বারা কাজ করতে হবে।

    ৬. স্লাম্প টেষ্টঃ


    Slump test এর মাধ্যমে concrete এ water cement ratio ঠিক আছে কিনা জানতে পারি। Concrete এর জন্য water cement ratio খুবই গুরুত্বপূর্ণ, এর উপর নির্ভর করে concrete এর compressive strength এর মান। Standard water cement ratio মান 0.4 to 0.5

    Slump Test করার পদ্ধতি :

    প্রথমে একটি Slump cone নেই, যার সাইজ নীচের অংশ 8 ince উপরের অংশ 4 inch এবং height 12 inch বিশিষ্ট কোণাকৃতি যন্ত্রটি একটি সমতল base plate উপরে বসাই। Slump cone অবশ্যই পরিষ্কার করতে হবে এবং উহার ভিতরে পৃষ্ঠা ওয়েল ব্যবহার করতে হবে।
    Slump cone এর তিন ভাগের এক ভাগ কংক্রিট দ্বারা পূর্ণ করে 16 mm plain rod দ্বারা 25 বার আঘাত করতে হবে। এমনিভাবে তিনবার কংক্রিট দ্বারা পূর্ণ করে 16 mm plain rod দ্বারা 25 বাব আঘাত করে Slump cone fillup করতে হবে।
    Slump cone টি আস্তে আস্তে উপরের দিকে উঠাতে হবে, দেখা যাবে cone উঠানোর পরে পূর্বের উচ্চতা থেকে কিছু অংশ নিচে নেমে গেছে। যতটুকু নেমে গেলো ঠিক ততটুকুই Slump ধরতে হবে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post