একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রজেক্টের দায়িত্ব পেলে প্রথমে কি কি কাজ করতে হয়

    একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে যখন একটি প্রজেক্টের কাজ শুরু করার দায়িত্ব দেওয়া হবে, তখন আপনি কি কি কাজ করবেনঃ

    প্রথমে প্রজেক্টের লোকেশান জেনে নিয়ে, প্রজেক্ট ভিজিট করে পারিপার্শ্বিক বিষয়গুলি বিবেচনা করে কাজ শুরু করার জন্য  নিম্নোক্ত পদক্ষেপগুলি নিবেনঃ

    ১. প্রথমে অস্থায়ী বাউন্ডারি ওয়াল দিতে হবে ( প্রয়োজন মনে হলে)।

    ২. মাটি উঁচু নিচু থাকলে, সমান করতে হবে। 

    ৩. গাছপালা থাকলে, কাটতে হবে। 

    ৪. বিদ্যুৎ লাইন সংযোগের ব্যবস্থা করতে হবে। 

    ৫. পানির লাইন সংযোগ করতে হবে। 

    ৬. সাইট অফিস এবং লেবার সেড তৈরি করতে হবে। 

    ৭. নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দিতে হবে। 

    ৮. আপনার প্রতিষ্ঠান থেকে নির্মাণ কাজের ড্রয়িং, ডিজাইন এনে, ড্রয়িং স্টাডি করে, সম্পুর্ন কাজের ধারণা নিতে হবে। 

    ৯. পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান এর নির্দেশনা মোতাবেক , ড্রয়িং অনুযায়ী লে- আউট দিবেন। 

    ১০. আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এটি বাস্তব ভিত্তিক কাজ তাই অনেক সময় এখানে বইয়ের পড়াশোনার বাইরে এসে কমন সেন্স এপ্লাই করতে হবে। বইয়ের পড়াশোনা আর বাস্তবে কাজ করার মধ্যে কিছুটা  পার্থক্য আছে। যে যত বেশি কমন সেন্স কাজে লাগাতে পারবে, সে কাজে ততই সফলতা অর্জন করবে। 


    ইঞ্জিনিয়ার শাহজাহান কবির

    Managing Director, Axle Properties Ltd.

    Civil Engineering Skill Development Program

    2 Comments

    Post a Comment
    Previous Post Next Post