সিভিল প্রশ্ন ব্যাংক - পর্ব ০১

    ১। ফাউন্ডেশন কি?

    উত্তরঃ কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলে।

    ২। ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি?
    উত্তরঃ ভিত্তি প্রধানত দুই প্রকার। যথাঃ
                ক) অগভীর ভিত্তি
                খ) গভীর ভিত্তি

    ৩। কাঠামোর উপরে ক্রিয়ারত লোডগুলো কি কি?
    উত্তরঃ কাঠামোর উপর তিন প্রকার লোড ক্রিয়া করে-
                ক) ডেড লোড (Dead load), 
                খ) লাইভ লোড (Live Load), 
                গ) উইন্ড লোড

    ৪। কোনটি ডেড লোড?
                ক) কোঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোড
                খ) কাঠামোর নিজস্ব ওজন
                গ) অস্থায়ী ও স্থায়ী লোড
                                                            উত্তরঃ কাঠামোর নিজস্ব ওজন।
     
    ৫। লাইভ লোড বলতে কি বুঝায়?
    উত্তরঃ কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লাডকে লাইভ লোড বলে।
     
    ৬। প্রতি ঘনমিটার dry sand এর ওজন কত?
    উত্তরঃ ১৬০০।
     
    ৭। প্রতি ঘনমিটার RCC এর ওজন কোনটি?
    উত্তরঃ ২৪০০ কেজি/২২৪০ কেজি/১৯২০ কেজি।
     
    ৮। AISC এর পূর্ন অভিব্যক্তি কি?
    উত্তরঃ American Institute of Steel Construction

    ৯। ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুর চাপ কত ধারা হয়?
    উত্তরঃ ৫০ kg/m2

    ১০। সিমেন্টের ক্ষেত্রে ডেড লোড কত ধরা হয়?
    উত্তরঃ ১০৪০ কেজি/ঘনমিটার।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post